আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদর লিবারম্যান বলেছেন, গাজার উগ্রবাদীদের সঙ্গে ইসরায়েলের পরবর্তী যুদ্ধই হবে সর্বশেষ। কারণ ‘ইসরায়েল এই যুদ্ধে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করবে।’
সোমবার ফিলিস্তিনের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
লিবারম্যান বলেন, গাজার সাথে নতুন করে যুদ্ধ শুরুর ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। আর যদি এটি হয়েই যায়, তাহলে ২০০৮ সালের পর থেকে তা হবে চতুর্থ যুদ্ধ।
গাজায় উগ্র রাজনীতি বন্ধ করতে হামাসকে চাপের মুখে রাখতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ ‘আপনাদের উন্মত্ত কর্মপন্থা বন্ধ করুন।’
জেরুজালেমভিত্তিক দৈনিক আল কুদসকে দেয়া সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলি মন্ত্রী বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি এটা স্পষ্ট করতে চাই, আমাদের প্রতিবেশী গাজা উপত্যকা বা পশ্চিম তীর, লেবানন অথবা সিরিয়ার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর কোনো ইচ্ছা আমাদের নেই।’
তিনি বলেন,‘তবে ইরানের মতো ইসরায়েলকে নির্মূল করার ঘোষণা দিয়ে যদি গাজা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে এটাই হবে তাদের শেষ মোকাবেলা। কারণ এ যুদ্ধে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করব।’