এস.এম.মনির হোসেন জীবন: রাজধানীর সন্নিকটে গাজীপুর সিটি করর্পোরেশন শিল্প নগরী টঙ্গীর বৌবাজার এলাকার হৃদয় নামে জৈনক এক ব্যক্তির বাড়িতে গোপনে অভিযান চালিয়ে ৫৭টি বন্যপাখি উদ্ধার করেছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের একটি দল। পরে উদ্ধার করা বন্যপাখি গুলো অবমুক্ত করা হয়।
আজ সোমবার সকালে সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী মডেল থানার বৌবাজার এলাকার হৃদয়ের বাড়ি থেকে এসব পণ্য পাখি গুলো উদ্ধার করে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন আজ সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক আজ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, আজ সোমবার সকালে সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী মডেল থানার বৌবাজার এলাকার হৃদয়ের বাড়িতে গোপনে অভিযান চালায় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের একটি দল। পরে কর্মকর্তারা ওই বাড়ি থেকে ৩৫টি তোতাপাখি, ১২টি শালিক, দুটি মুনিয়া ও আটটি ময়না পাখি সহ মোট ৫৭টি পণ্য পাখি উদ্বার করেন। পাখিগুলো বিক্রির জন্য ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে শিকার করে আনা হয়েছে। 
এদিকে, টঙ্গী বাজার এলাকার লোকজন জানান, হৃদয় একজন পণ্য পাখি ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে বণ্যপাখি ও বণ্যপ্রানি বিক্রি করে আসছিল। পরে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো পাখিগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।


