মোঃ আমিরুল, বিশেষ প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশের মাসিক মূল্যায়নে “অক্টোবর/২৫ খ্রিঃ” মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেলেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দ্রুত অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, সমন্বিত টহল কার্যক্রম ও জনবান্ধব পুলিশ সেবায় তাঁর অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
রবিবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় সম্মাননা স্মারকটি তুলে দেন গাজীপুর জেলার মাননীয় পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এসময় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার, শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ড. যাবের সাদেক বলেন,
“শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল বারিক সাম্প্রতিক মাসগুলোতে যেভাবে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন, তা প্রশংসনীয়। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর নেতৃত্ব জেলার জন্য উদাহরণ।”
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন,
“এই অর্জন ব্যক্তিগত কোনো সাফল্য নয়—শ্রীপুর মডেল থানার পুরো টিমের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং মানুষের নিরাপত্তায় নিরলস পরিশ্রমের ফল। পুলিশ সেবা জনগণের দরজায় পৌঁছে দেওয়া এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা—এসব ক্ষেত্রে ওসি আব্দুল বারিকের নেতৃত্বে থানা দ্রুত সাড়া দিচ্ছে। ফলে জনসাধারণের আস্থা বেড়েছে এবং থানার কার্যক্রমে এসেছে স্বচ্ছতা।
এছাড়াও থানা এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি, বিট পুলিশিং কার্যক্রম, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত ওপেন আলোচনা সভা পরিচালনা করে শ্রীপুর মডেল থানা ইতোমধ্যে একটি জনবান্ধব পুলিশিংয়ের মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
জেলার শীর্ষ পদকপ্রাপ্ত এই কর্মকর্তা ভবিষ্যতেও একাগ্রতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তারা


