গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে সাঁড়াশি অভিযান: শতাধিক লাইন বিচ্ছিন্ন, অর্থদণ্ড

মোঃ আমিরুল ইসলামঃ ঢাকার পার্শ্ববর্তী শিল্পসমৃদ্ধ জেলা গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চল হওয়ায় এখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের বসবাস, আর সেই সঙ্গে বেড়েছে অপরাধ প্রবণতা। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সরকারি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সদর উপজেলার পশ্চিম জয়দেবপুর এলাকায় পরিচালিত অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দায়ীদের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থদণ্ড আদায় করা হয়।

তিতাসের পৃথক দুটি অভিযানে আবাসিক এলাকায় স্থাপিত একাধিক অবৈধ গ্যাস লাইনের সংযোগ অপসারণ করা হয়। এছাড়া ছয়জন অবৈধ সংযোগ ব্যবহারকারীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের বিক্রয় ও বিপণন শাখার ব্যবস্থাপক মোস্তফা মাহবুব।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।