গাজীপুর প্রতিনিধি: মোঃ আমিরুল ইসলাম সরকার
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে এখানে যুক্ত হবে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমি রানী দাস, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি গাজীপুর সদর উপজেলার নাওজোড়, মেট্রো বাসন থানা ও ভবানীপুর এলাকায় পরিচালিত হয়।
অভিযানে দুটি স্থানে (স্পট) অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়।
প্রথম স্পটে, তিনটি ফ্যাক্টরিতে মোট তিনটি বয়লার ও বারোটি ড্রায়ার অবৈধভাবে সংযুক্ত পাওয়া যায়। এছাড়া আশেপাশের বাড়িঘরে আনুমানিক ২০০টি ডাবল চুলার সংযোগ শনাক্ত করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় স্পটে, একটি ফ্যাক্টরিতে একটি বয়লার ও একটি বুস্টার অবৈধভাবে স্থাপন পাওয়া যায়। ঘটনাস্থলেই ১ জনকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ১টি বুস্টার জব্দ করা হয়।
মোট দুটি স্থানে অভিযান চালিয়ে মোট ৭ জনের কাছ থেকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ৩০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।
এসময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি দল উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস বলেন,
“অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব অবৈধ সংযোগের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।”


