নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সদরের হাড়িনাল এলাকার একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ভোর থেকে সিটি করপোরেশনের হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় আতাউর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করে ঢাকার উত্তরার র্যাব-১ ও ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নিউ জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযানে যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, হাড়িনালের ওই বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। বাড়িটি তল্লাশি করা হচ্ছে। নিহতদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
আতাউর রহমান ঢাকায় থাকেন। বাড়িটি ভাড়া দেওয়া। তবে কাদের কাছে ভাড়া দেওয়া এ ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।