গাজীপুরে আনন্দ ও বিনোদনের নামে শত শত বিঘা কৃষিজমি রিসোর্টের দখলে: বন বিভাগের নীরবতা

ইনভেষ্টিগেটিভ ইউনিট: গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আনন্দ ও অবকাশ যাপনের নামে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট ও স্পা সেন্টার, যা শত শত বিঘা কৃষিজমি ও বনভূমি দখল করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন এজেন্সির অনুসন্ধানে এই গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
কৃষিজমি ও বনভূমি দখলের অভিযোগ: গাজীপুরের সাধারণ জনগণ জানিয়েছেন যে, রিসোর্ট মালিকরা বন বিভাগের জমি, খাস জমি, ফসলি জমি এবং নদী-নালা দখল করে এসব বিনোদন পার্ক নির্মাণ করেছেন। এই অভিযোগের বিষয়ে ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন এজেন্সি বন কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেননি।
অনুসন্ধানে পাওয়া গেছে এমন কয়েকটি রিসোর্ট ও তাদের জমির পরিমাণ নিচে উল্লেখ করা হলো: পুবাইল সোশিও কালচারাল সেন্টার রিসোর্ট: ডেমোর পাড়া, ওয়ার্ড ৪১ কলেজ রোড।
নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টার: শ্রীপুরের রাজবাড়ী বাজারে অবস্থিত, জমির পরিমাণ ২৫ বিঘা।
ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা: নলজানি, মির্জাপুর।
ড্রিম স্কোয়ার রিসোর্ট: শ্রীপুরের মাওনা, চকপাড়া, ১২০ বিঘা জমির উপর অবস্থিত।
গ্রিন ভিউ গলফ রিসোর্ট: শ্রীপুরের ভাঙাহাটি, আনসার রোডে অবস্থিত, ৬০ বিঘা জমির উপর।
রাজেন্দ্র ইকো রিসোর্ট: ভবানীপুর, রাজেন্দ্রপুর, বঙ্গবন্ধু সাফারি পার্কের পাশে, ৮০ বিঘা জমির উপর অবস্থিত।
রিভেরি হলিডে রিসোর্ট: গাজীপুরের খান পাড়ার কাছে।
থার্ড টেরেস রিসোর্ট: রাজেন্দ্রপুর, মিয়াবাড়ি রোড।
সাহারা রিসোর্ট: শ্রীপুরের রাজবাড়ী, রাজেন্দ্রপুরে অবস্থিত, প্রায় ২০০ বিঘা জমির উপর।
ছুটি রিসোর্ট: জয়দেবপুরের শুকুন্দি, আমতলী।
সাহেববাড়ি রিসোর্ট: রাজেন্দ্রপুরে অবস্থিত, ১৫ বিঘা জমির উপর।
নীলাম্বরী রিসোর্ট: শালনা।
আরশীনগর হলিডে রিসোর্ট: ভাওয়াল অঞ্চলে অবস্থিত।
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট: গাজীপুরের চন্দ্রায় অবস্থিত।
আনন্দ পার্ক রিসোর্ট: কালিয়াকৈরে অবস্থিত, ৪২ বিঘা জমির উপর।
জল জঙ্গলের কাব্য রিসোর্ট: পুবাইলে অবস্থিত, ৯০ বিঘা জমির উপর।
স্প্রিং ভ্যালি রিসোর্ট: শালনায় অবস্থিত, ১২ বিঘা জমির উপর।
গ্রীনটেক রিসোর্ট: ভবানীপুর।
মেঘবাড়ি রিসোর্ট: নগরভেলায় অবস্থিত।
টিমবার লেক রিসোর্ট: গাজীপুর চৌরাস্তা থেকে ৩ কিলোমিটার ভিতরে।
কর্তৃপক্ষকে পত্র প্রেরণ: ক্রাইম পেট্রোল বিডি-এর বার্তা বিভাগ উল্লেখিত রিসোর্টগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের কাগজপত্র সঠিক আছে কিনা, তা জানতে চেয়ে পত্র প্রেরণ করেছে। একইসঙ্গে এই বিষয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, চেয়ারম্যান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন, মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এবং জেলা প্রশাসক গাজীপুরকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে।