নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : দলীয় সিদ্ধান্ত না মেনে গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার বিকেলে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছিম কবির ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার ওই দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পত্র দিয়েছেন।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন সরকার ও বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আ ফ আ হা জেহাদী মোজাদ্দেদী ওরফে আ. হাদি।
গাজীপুর জেলা পরিষদের সদস্যপদে ৩ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় কালিয়াকৈর উপজেলার ছাত্র লীগের সাবেক সভাপতি আলিম আল রাজি ওরফে রাজিবকে। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ওই দুইজন ওই ওয়ার্ডে প্রার্থী হন। যার কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার তাদের অব্যাহতির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


