গাজীপুরে আ.লীগ নেতা আটক, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতা মো. মাহতাব উদ্দিনকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা সমর্থকেরা।

বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার সমর্থকেরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ মাহতাব উদ্দিনকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার সমর্থকেরা লাঠি-সোটা নিয়ে মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে ও সড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  শ্রীপুর থানা পুলিশ ও মাওনা মহাসড়ক থানা পুলিশ সকাল পৌনে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ জানান, জেলা আওয়ামী লীগের অনুমোদনের অপেক্ষায় থাকা পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদে তার (মাহতাব উদ্দিন) নাম রয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, মাহতাব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। তাকে রাতে ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।