
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘাটনা ঘটে। রুবেল মানিকগঞ্জ জেলার বাসিন্দা।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুস সালাম জানান, রাজেন্দ্রপুর এলাকায় একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালক রুবেল ঘটনাস্থলেই নিহত হন।