
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাসে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় কাউন্সিলরকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এ আদেশ দেন। তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ৫৩নম্বর ওয়ার্ডের মো. শফিউদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক, ১৫নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ২৬নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু ও ২০নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম। তারা সবাই বিএনপি সমর্থক কাউন্সিলর।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর-চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের এসআই আহাদুল ইসলামের দায়ের করা মামলায় চার্জশিটভুক্তি আটজন কাউন্সিলর সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. ইকবাল হোসেন ছয়জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপর দুই আসামি সংরক্ষিত ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিসেস শিরিন চাকলাদার ও ৪২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন।