গাজীপুরে জেএমবি তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা।

বুধবার বিকেলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটককৃতরা হলো- মো. আজিজুল হাকিম (৩৪), মো. হাসান আলী (৩৬) ও মো. কামরুল হাসান (৪২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানাতে পারে গতরাতে গাজীপুরের জয়দেবপুর থানার নান্দাইন গ্রামের একটি বাড়িতে জেএমবির সদস্যরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটানোর উদ্দেশে গোপন বৈঠকে মিলিত হয়েছে। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করে। পরে বাড়ি তল্লাশি করে সংগঠনের রাষ্ট্রবিরোধী নীতিমালা সম্বলিত পুস্তক, বেশ কিছু বেআইনি বই, তাদের নিজ হাতে লেখা কিছু নোট খাতা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, আটককৃত আসামি মো. হাসান আলী দীর্ঘদিন ধরে জয়দেবপুরে হকারি পেশার পাশাপাশি মানুষকে নিজেদের সংগঠনে আসার জন্য দাওয়াত দিয়ে আসছিল এবং দলের বিভিন্ন পরিকল্পনার জন্য চাঁদা সংগ্রহ করত। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের ফলে সে গা ঢাকা দিয়ে তাদের দলের অপর সদস্য মো. আজিজুল হাকিমের বাসায় আশ্রয় নেয়।

তারা মাঝে মাঝে স্বল্প পরিসরে তাদের অপর নেতা মো. কামরুলের নির্দেশনা অনুযায়ী মো. আজিজুল হাকিমের বাসায় গোপন বৈঠকে মিলিত হত। আটককৃতরা বিভিন্ন পেশায় জড়িত থাকলেও তারা মূলত এলাকা হতে বিভিন্ন পন্থায় চাঁদা সংগ্রহ করা এবং নির্দেশনা অনুযায়ী তা তাদের ঊর্ধ্বতন নেতার কাছে প্রেরণ করত।

আটককৃতদের ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।