গাজীপুর : টঙ্গীতে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি ও সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বুধবার সকালে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ওই মহাসড়ক অবরোধ করে। ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ওই একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা (১২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
এর প্রতিবাদে এবং ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই একাডেমির সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টঙ্গী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।