গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনার দুইযাত্রী নিহত

গাজীপুর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনার দুইযাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লেগুনাযাত্রী গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও লেগুনাচালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুল হকের ছেলে জসীম উদ্দিন (২৮)।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জহিরুল নিহত ও চালকসহ দুইজন আহত হন। স্থানীয়রা চালক জসীম উদ্দিনকে মাওনা হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে