
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালকের নাম রফিকুল ইসলাম (৩৪)। তিনি নরসিংদীর রায়পুরা এলাকার লোচনপুর এলাকার মজনু মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী মো. আলামিন মিয়া (১৮)। তিনি নওগাঁর মহাদেবপুর থানার বালাই এলাকার বাবুল মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে মাওনা চৌরাস্তার উড়াল সেতুর ওপর ময়মনসিংহগামী চলন্ত একটি ট্রাকের পেছনে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপচালক নিহত এবং চালকের সহকারী আহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহতমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে।