মোঃ আমিরুল ইসলাম, প্রতিনিধি: গাজীপুর মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় গত কয়েক মাসে নজিরবিহীন পরিবর্তন এসেছে। সড়ক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলায় এ অগ্রগতির মূল নায়ক হিসেবে উঠে আসছেন ট্রাফিক বিভাগের ডিসি এস এম আশরাফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কঠোরতা, স্বচ্ছতা ও আধুনিকতার সমন্বয়ে গাজীপুরবাসীর আস্থা অর্জন করেছেন।
দৃশ্যমান উদ্যোগে কমেছে যানজট
দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং, রুট অবরোধ, রোড-ডিভাইডার দখল ও দুর্ঘটনার কারণে গাজীপুরে ট্রাফিক পরিস্থিতি ছিল নাজুক। দায়িত্ব পেয়ে এস এম আশরাফুল ইসলাম দ্রুত মাঠপর্যায়েই কয়েকটি উদ্যোগ নেন—
-
প্রধান সড়কগুলোতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ
-
ব্যস্ত মোড়ে ডিজিটাল সিগন্যাল পুনঃচালু
-
মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট চেকিং জোরদার
-
ভারী যান চলাচলে নির্দিষ্ট রুট ও সময়সীমা নির্ধারণ
এসব পদক্ষেপে চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, টঙ্গী কলেজগেট, বোর্ডবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
মাঠপর্যায়ে নেতৃত্ব—নতুন উদাহরণ
গাজীপুরবাসীর মতে, ডিসি ট্রাফিক শুধু দপ্তরে বসে নির্দেশনা দেন না; বরং প্রতিদিন সকাল-সন্ধ্যায় বিভিন্ন পয়েন্টে গিয়ে পরিস্থিতি তদারকি করেন। অনেক সময় তাকে ট্রাফিক সদস্যদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেও দেখা যায়।
একজন স্থানীয় ব্যবসায়ী সোহেল মিয়া বলেন,
“আগে কর্তৃপক্ষকে রাস্তায় দেখা যেত না। এখন ডিসি সাহেব নিজেই এসে ব্যবস্থা নেন। এতে ট্রাফিক সদস্যদেরও দায়িত্ববোধ বেড়েছে।”
অটোরিকশা–ইজিবাইক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান
শহরের সড়কে নিয়ন্ত্রণহীন অটোরিকশা ও ইজিবাইক ছিল বড় সমস্যা। এ বিষয়ে ডিসি আশরাফুল ইসলাম একটি বিশেষ টিম গঠন করেন। তাদের মাধ্যমে—
-
লাইসেন্সবিহীন চালক সনাক্ত
-
রুট পারমিট যাচাই
-
বেপরোয়া গতি ও উল্টোপথে চলাচলের বিরুদ্ধে জিরো টলারেন্স
এ ছাড়া প্রতিনিয়ত চালক ও মালিকদের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
জনসচেতনতা বাড়াতে নতুন কৌশল
শুধু দমন নয়, সচেতনতাকেও গুরুত্ব দিচ্ছে ট্রাফিক বিভাগ। জনগণের কাছে ট্রাফিক নিয়মের গুরুত্ব পৌঁছে দিতে শুরু হয়েছে—
-
স্কুল–কলেজে ট্রাফিক সচেতনতা ক্লাস
-
রাস্তায় লাইভ মাইকিং
-
সড়ক নিরাপত্তা দিবসে গণজমায়েত
-
শিশুদের জন্য ‘লিটল ট্রাফিক মেম্বার’ প্রোগ্রাম
শিক্ষকদের মতে, এসব উদ্যোগে শিশু-কিশোরদের মধ্যে নিয়ম মানার প্রবণতা বেড়েছে।
শৃঙ্খলা ও সততার প্রতীক
ট্রাফিক বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলাতেও পরিবর্তন এনেছেন এস এম আশরাফুল ইসলাম। দায়িত্বে অবহেলা, ঘুষ গ্রহণ বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা।
একজন কর্মকর্তা বলেন,
“ডিসি স্যার অনিয়মে ছাড় দেন না। তিনি নিজে যেমন কাজ করেন, অন্যদের কাছ থেকেও তেমনটাই আশা করেন।”
নগরবাসীর প্রত্যাশা—‘মডেল ট্রাফিক সিটি’
উন্নয়নশীল শিল্পনগরী গাজীপুরে প্রতিদিন হাজারো মানুষ ঢাকায় যাতায়াত করেন। ফলে শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা গাজীপুর ও ঢাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলে।
নগরবাসীর প্রত্যাশা—
ডিসি এস এম আশরাফুল ইসলামের নেতৃত্বে গাজীপুর অচিরেই একটি ‘মডেল ট্রাফিক সিটি’ হিসেবে প্রতিষ্ঠিত হবে।


