গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাক কারখানার এক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাসানুর রহমান ওরফে হাসান মিয়া (৩০) নামে পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর রহমান শেরপুরের শ্রীবর্দী থানার সিংগাবনা এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি তেলিপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে লেভেন্ডা পোশাক কারখানায় কিউসি (কোয়ালিটি কন্ট্রোলার) পদে চাকুরি করতেন।

নিহতের ভায়রা ভাই সোহেল রানা জানান, ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসানুর লেভেন্ডা পোশাক কারখানার গেটে আসেন। পরে কারখানার লোকজন তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজ উদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, তাকে ভোর সোয়া ৫টার দিকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।