গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

মোঃ আমিরুল ইসলাম, গাজীপুর: গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রুবেল আহমেদ( ৩৫) সহ চারজনকে মারধর করেছে স্থানীয় বখাটেরা। আহতরা বর্তমানে স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।

আহত অন্যরা হলেন—
সাইদুর রহমান (৩৫) → মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে
ইয়াসিন আহমেদ (৩৬) → শরীরের বিভিন্ন স্থানে জখম
শরীফুল ইসলাম (৩৫) → শরীরের বিভিন্ন স্থানে জখম
এর মধ্যে সাংবাদিক রুবেল আহমেদের ডান হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে।
ঘটনাস্থল ও হামলা
গতকাল (মঙ্গলবার) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন রুবেল আহমেদ। এ সময় কেপিজে হাসপাতালের পাশে মাঠে কয়েকজন মেয়েকে এক বখাটে উত্ত্যক্ত করতে দেখে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে ২৫–৩০ জনকে ডেকে আনে এবং সাংবাদিক রুবেলসহ চারজনকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
আহতরা হাসপাতালে গেলে হামলাকারীরা আবারও সেখানে গিয়ে তাঁদের টেনে বাইরে বের করার চেষ্টা করে। তবে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো যায়।
পুলিশি পদক্ষেপ
খবর পেয়ে কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশও সেখানে উপস্থিত হয়।
আহত রুবেল অভিযোগ করেছেন, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ ব্যাপারীর ভাতিজা রিমেল এবং তাঁর অনুসারীরা এ হামলার নেতৃত্ব দিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,
এক নারীর সঙ্গে খারাপ ব্যবহার করায় সাংবাদিক রুবেল আহমেদ প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”