বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন(-পর্ব ১)

গাজীপুরে প্রকাশ্যে মাদকের রমরমা বাণিজ্য : রেললাইন থেকে বস্তি, মাজার থেকে বাজার

মোঃ আমিরুল ইসলাম: ঢাকার অদূরে শিল্পনগরী গাজীপুর। একদিকে দেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম কেন্দ্র, অন্যদিকে মাদকের রমরমা বাজার। টঙ্গী, জয়দেবপুর, কোনাবাড়ী, কাশিমপুর ও পুবাইল—সব জায়গাতেই প্রকাশ্যে চলছে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসার পেছনে প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং কিছু অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। ফলে প্রকাশ্যেই গড়ে উঠেছে কোটি টাকার মাদক সাম্রাজ্য।

রেললাইন যেন মাদকের হাট
জয়দেবপুর রেলস্টেশনের পাশের এলাকায় সন্ধ্যা নামলেই বসে অস্থায়ী হাট। রাস্তার মোড়, চায়ের দোকান কিংবা রেললাইনের পাশে খোলাখুলি ডাক শোনা যায়— “ভাই, লাগবে নাকি? ভালো মাল আছে…”। স্থানীয়রা বলছেন, পুলিশের নাকের ডগায় প্রতিদিন কোটি টাকার লেনদেন হলেও প্রতিরোধ নেই। বরং ব্যবসায়ীরা নিয়মিত চাঁদা দিয়েই নিরাপত্তা নিশ্চিত করে।

এক বস্তি এক বাজার টঙ্গীর কমপক্ষে ২২টি বস্তিতে—যেমন হাজী মাজার বস্তি, এরশাদনগর ও ব্যাংকের মাঠ বস্তি—প্রকাশ্যে ইয়াবা ও হেরোইন বিক্রি হয়। সন্ধ্যা নামলেই তরুণ-যুবকদের ভিড়ে জমে ওঠে গলিপথ। স্থানীয়রা বলছেন, প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।

প্রভাবশালী মহলের ছত্রছায়া গাজীপুরে একাধিক নারীসহ বেশ কয়েকজন বড় ব্যবসায়ীর নাম উঠে এসেছে—মোমেলা বেগম, ময়না বেগম, আফরিনা বেগম। নাওজোড় ব্রিজের নিচে বৃষ্টি গং প্রকাশ্যে মাদকের হাট বসান। ব্রিজের নিচের ছোট ছোট ঘরগুলো এখন মাদক ব্যবসার আস্তানা। অভিযোগ রয়েছে, এসব ব্যবসায়ীদের শেল্টার দিচ্ছেন কিছু অসাধু কর্মকর্তা ও কথিত সাংবাদিক।

প্রশাসনের অবস্থান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন—প্রতিদিন অভিযান চালানো হলেও সামাজিক আন্দোলন ছাড়া শুধু পুলিশের পক্ষে এ ব্যবসা বন্ধ করা সম্ভব নয়। তবে এলাকাবাসীর দাবি, পুলিশের কিছু সদস্য ও সাংবাদিক নিয়মিত সুবিধা নিচ্ছেন। ফলে মূল ব্যবসা অটুট থাকে।

সমাজে প্রভাব মাদকাসক্তির নীরব বিষফোঁড়ায় আক্রান্ত গাজীপুরের পরিবারগুলো। অসংখ্য যুবক কর্মহীন হয়ে পড়ছে, চুরি-ডাকাতি বাড়ছে। এক অভিভাবক জানান, “আমার ছেলে আগে গার্মেন্টসে কাজ করত। এখন ইয়াবার নেশায় চাকরি হারিয়েছে। দিনরাত শুধু টাকার জন্য ছুটছে।”