গাজীপুরে প্রাইভেটকার খাদে পড়ে গ্যারেজ কর্মচারী নিহত ও দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে প্রাইভেটকার খাদে পড়ে আরাফাত নামে এক গ্যারেজ কর্মচারী নিহত ও দুইজন আহত হয়েছেন।

সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের সুরাবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আরাফাত টঙ্গীর মন্নুনগর এলাকার আব্দুর রবের ছেলে। আহতরা হলেন- গ্যারেজ কর্মচারী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা নতুনবাজার এলাকার মোক্তার আলীর ছেলে জুয়েল (২০) ও গ্যারেজ মিস্ত্রী একই জেলার বকশিগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার ঈমান আলীর ছেলে মো. বাবু মিয়া (১৫)।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফজলুল হক জানান, গাজীপুর সিটি করপোরেশনের নরসিংহপুর এলাকার ফখরুল ইসলামের গ্যারেজে প্রাইভেটকারটি মেরামতের পর ওই তিন কর্মচারী সকালে কাশিমপুর সড়কে ট্রায়ালে বের হন। কাশিমপুরের সুরাবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় জামগড়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।