গাজীপুরে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ

মোঃ আমিরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি): অগ্নি সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপি’র কর্মসূচি

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সারা দেশে চলমান অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি) ও সাধারণ মানুষ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে গাজীপুরে তিনটি বাসে অগ্নিসংযোগসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “ফ্যাসিস্ট হাসিনার বিচার চাই” স্লোগানে পুরো চান্দনা চৌরাস্তায় উত্তেজনা ছড়িয়ে দেয়।

উত্তেজনাপূর্ণ এ বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দেশে আবারও ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চায় নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা বলেন, আগামী ১৩ নভেম্বর দলটি যে দেশজুড়ে ব্লকেডের ঘোষণা দিয়েছে, তা সরাসরি দেশদ্রোহিতার শামিল।

এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন, টাকার বিনিময়ে নৈরাজ্য সৃষ্টি করছে আওয়ামী চক্র। ব্যানার ধরলে পাচ্ছে ৫ হাজার, মিছিলে যোগ দিলে ২ হাজার, আর গাড়ি পুড়ালে এক লাখ টাকা—এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনী পেয়েছে।

বিক্ষোভকারীরা জানান, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের অর্থনীতি, শান্তি ও শৃঙ্খলার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই প্রতিরোধে সর্বস্তরের জনগণকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারকে ১৩ নভেম্বরের যেকোনো বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। শ্রমজীবী মানুষ, পথচারী ও সাধারণ জনতার অংশগ্রহণে চান্দনা চৌরাস্তায় পুরো এলাকা উত্তেজনায় ফেটে পড়ে।
বিক্ষোভকারীরা ঘোষণা দেন, যেকোনো হিংসাত্মক তৎপরতা ও নৈরাজ্য দমনে আমরা মাঠে থাকবো।”