গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান বেড়েছে তিনগুণেরও বেশি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : এক দশকে গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান বেড়েছে তিনগুণেরও বেশি।

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারি-২০১৩’র গাজীপুর জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনারে কর্মকর্তারা এ তথ্য জানান।

গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্ট্যাটিসটিক্যাল স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক (যুগ্ম সচিব) ড. কাইয়ুম আরা বেগম। গাজীপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া আরেফিন প্রজেক্টরের মাধ্যমে ওই শুমারির তথ্য উপস্থাপন করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩ সালে গাজীপুরে ১০ লাখ ৪০ হাজার ২১৮ জনবল বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। যা ২০০২-০৩ সালে ছিল ৩ লাখ ৩৩ হাজার ৬৯ জন। অর্থাৎ ওই এক দশকে গাজীপুরে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ২১২ দশমিক ৩১ শতাংশ।

এ সময়ে গাজীপুরে প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১২৯ দশমিক ৫০ শতাংশ। ২০০৩ সালে এ জেলায় প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭০ হাজার ৩৯টি। আর ২০১৩ সালে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ৭৪৩টি।

গাজীপুরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে মহিলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯ গুণেরও বেশি। ২০১৩ সালে মহিলাপ্রধান প্রতিষ্ঠানের সংখ্যা ১১ হাজার ৬২৪টি। যা ২০০৩ সালে ছিল ১ হাজার ২৫৫টি। মহিলা কর্মীর সংখ্যা বেড়েছে ৪ গুণেরও বেশি।

গাজীপুর জেলায় ২০১৩ সালে মোট ১১ হাজার ৭২৫টি উৎপাদন প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৯৬০টি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ২ হাজার ৭৩টি প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা, ৫ হাজার ৩৩৬টি প্রতিষ্ঠানে পায়খানা সুবিধা এবং ২ হাজার ৬০টি প্রতিষ্ঠানে মহিলাদের জন্য আলাদা পায়খানার ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজাসান মান্নান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শংকর স্মরণ সাহা, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর হাসিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।