
মোঃ আমিরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি): গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনদিন বাড়ছে অবৈধ তেলের ব্যবসা। ঢাকা–ময়মনসিংহ হাইওয়ে এবং গাজীপুর–টাঙ্গাইল রোডের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘরে-ঘরে গড়ে উঠেছে এসব অবৈধ তেলের দোকান।
বিশেষ করে নাওজোড় এলাকায় গড়ে ওঠা এসব দোকানে খোলা জায়গায় ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রি করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দাহ্য পদার্থ মজুত করায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে এসব সড়ক দিয়ে। অথচ রাস্তার পাশে অবৈধ তেলের দোকান গড়ে উঠলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিবহন চালক বলেন, অবৈধ এসব দোকান থেকে চড়া দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার দোকানগুলোতে মাপজোখে কারসাজিরও অভিযোগ রয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।