গাজীপুরে মহাসড়কের পাশের ড্রেনে পড়ে গিয়ে এক কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে মহাসড়কের পাশের ড্রেনে পড়ে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (১৪)। তার পরনে কালো বোরকা ছিল।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলমগীর হোসেন জানান, সকালে ওই কিশোরী বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ড্রেনের ওপর থাকা স্লাবের ওপর দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এর পাশেই ড্রেনের ঢাকনা খোলা ছিল। এ সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি বাস ওই স্লাবটিকে ধাক্কা দেয়। এতে কিশোরীটি ড্রেনের ভেতর পড়ে যায়।

ড্রেনের পানির স্রোতে প্রায় ১০০ ফুট দূরে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয়ভূষন দাস জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।