
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া সুখিনগর এলাকায় মুহিন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যায় জয়দেবপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। মুহিন কুমিল্লার ররুয়া থানার নোয়াগাঁও গ্রামের আবুল হাসেমের ছেলে। সে টঙ্গীর খাপাড়া রোড এলাকায় ভাড়া থাকত।
জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, কুনিয়া সুখিনগর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় মুহিনকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন নিহতের ভাই মীমরাজের বরাত দিয়ে জানান, আগে মুহিন টঙ্গীতে একটি কারখানায় চাকরি করত। প্রায় আট মাস আগে চাকরি ছেড়ে সে গ্রামের বাড়িতে চলে যায়।
গত তিন মাস আগে সে আবার গাজীপুরে আসে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে ফের গ্রামের বাড়িতে নিয়ে যায়। গত দুই দিন আগে তার মাদক ব্যবসার পাটনাররা তাকে ডেকে আনে এবং মাদক ব্যবসা করতে বলে। রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকি দিয়েছিল বলে মুহিন তার ভাইকে জানিয়েছিল।
তিনি আরো জানান, বাঁ পায়ের নিচের অংশ কাটা অবস্থায় তার লাশ পওয়া যায়। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।