গাজীপুরে যুবক হত্যা, এক জন গ্রেফতার

মোঃ আমিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকের বাড়ি শরিফপুর সরকারি স্কুল মাঠের দক্ষিণ পাশে শনিবার রাত প্রায় ১০টা ৪৯ মিনিটে হালিম (২৮) নামে এক স্থানীয় যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুর মাঠ এলাকার মসজিদের পাশে মোতাহার মিঞার বাড়ির সামনের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার পর দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

চা দোকানের মালিক মো. পিয়াস মিয়া জানান, নিহত হালিম নিয়মিত তার দোকানে আড্ডা দিতেন ও ক্যারাম খেলায় অংশ নিতেন। ঘটনার দিন রাত ১০টা ৪৯ মিনিটে স্থানীয় প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী রয়েলের অনুসারী তার ভাগিনা রাতুলসহ হিমেল, রমজান, জিহান এবং আরও কয়েকজন দোকানের সামনে হামলা চালায়। এ সময় আবিদ নামে এক যুবক হালিমের গলায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা প্রথমে আহত হালিমকে একটি স্থানীয় ফার্মেসিতে নিয়ে যায় এবং পরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ও এসি (গাছা জোন) ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পরিবার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়।

ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে রয়েল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”