গাজীপুরে লটারির মাধ্যমে ৪০ জন ওএমএস ডিলার নিয়োগ

মোঃ আমিরুল ইসলাম, প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৪ আগস্ট: গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত মূল্যে খাদ্যপণ্য সরবরাহ কার্যক্রম জোরদারে নতুন ৪০ জন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ভাওয়াল সম্মেলন কক্ষে স্বচ্ছ লটারির মাধ্যমে এই ডিলার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহবুবুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাইয়ারানু এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমদ সুফলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে বর্তমানে ৬৯টি ওএমএস কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে পূর্বে ২৮ জন ডিলার নিয়োগ পেয়েছিলেন। বৃহস্পতিবারের লটারিতে অবশিষ্ট ৪০টি কেন্দ্রের জন্য নতুন ডিলার নির্বাচন করা হয়।

জানা গেছে, এবারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪২৩টি আবেদন জমা পড়ে। কাগজপত্রে ত্রুটির কারণে ৬২টি আবেদন বাতিল হয়ে যায়। বাকি ৩৬১ জন বৈধ প্রার্থীর মধ্য থেকে স্বচ্ছ লটারির মাধ্যমে ৪০ জনকে পরবর্তী পাঁচ বছরের জন্য ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ পদক্ষেপের মাধ্যমে শহরের দরিদ্র ও নিম্ন আয়ের জনগণের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।