গাজীপুরে সাবেক কাউন্সিলর মীর ওসমান গনি কাজল গ্রেপ্তার

মোঃ আমিরুল ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মীর ওসমান গনি কাজল (৪৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানায়, বুধবার (১২ নভেম্বর) রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতেই কাজলকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার মীর ওসমান গনি কাজল গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী যুবলীগের মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “র‍্যাব-১ এর একটি দল দীর্ঘদিন নজরদারির পর রাজধানীর উত্তরা থেকে মীর ওসমান গনি কাজলকে গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার একাধিক মামলায় তার নাম রয়েছে।”

তিনি আরও জানান, গাছা থানায় দুইটি হত্যা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে কাজলের বিরুদ্ধে।

র‍্যাব সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল ঘটনায় জড়িত থাকার বিষয়টি আংশিক স্বীকার করেছেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হতে পারে।