
জেলা প্রতিবেদকঃ গাজীপুরে একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করা হয় গাজীপুরের বাঘের বাজার এলাকায় থেকে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার উত্তর নয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে। সাদেক আলী স্থানীয় এলাকায় ফুচকা বিক্রি করতেন বলে জানা গেছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক হামিদুল ইসলাম জানান, শিশু শান্ত মিয়াকে নিয়ে তার বাবা-মা সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্থানীয় আফতাব উদ্দিন মুন্সির বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। রোববার (২১ মার্চ) বিকেলে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এরপর থেকেই শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। শিশুটি স্বজন ও প্রতিবেশীরা রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন।
সোমবার (২২ মার্চ) সকালে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।