গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন, বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আমিরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)ঃ গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী মোঃ আব্দুল হালিম মণ্ডল হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও এলাকাবাসী। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষসহ নিহতের পরিবার অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দিনদুপুরে আব্দুল হালিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও এখনো মূল অভিযুক্তরা ধরা পড়েনি। তারা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিহতের স্বজনরা জানান, হালিম মণ্ডল ছিলেন এলাকায় সংগঠনের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, একজন রাজনৈতিক কর্মীর এভাবে খুন হওয়া গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত। তাই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।