
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাজীপুর মহানগরের গাছা থানায় হওয়া তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগের আমলের সাবেক পাঁচ সংসদ সদস্য (এমপি) ও এক সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ওমর হায়দার তাদের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়।
গ্রেফতার দেখানোরা হলেন— সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি জরুল ইসলাম মজুমদার ও এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।
আসামিদের আদালত থেকে বের করে নেওয়ার পর আদালত চত্ত্বরে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।
গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বলেন, গাছা থানার তিন হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দুটি পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
আসামিদের মধ্যে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।