গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের আট মাস আগের হত্যা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা।

আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার সফিকুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বাদাম মধ্যমথ্যপাড়া এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। তাকে রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈরের বাইসপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, চলতি বছরের ২৪ জানুয়ারি ভোরে গাজীপুর সিটি করপোরেশনের ঝাঝর গ্রামের হামিদা বেগম ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে ঘরের বাইরে বের হলে পূর্বশত্রুতার জেরে আগে থেকে ওঁৎ পেতে থাকা সফিকুলসহ অন্যরা চাকু দিয়ে উপর্যুপরি আঘাতে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানার মামলা হয়। পরবর্তীতে র‌্যাবের পক্ষ থেকে এ হত্যার ছায়া তদন্ত শুরু হয় এবং র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন এবং তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন। দীর্ঘ দিন পলাতক থাকার পর সফিকুল ইসলাম পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং রাজশাহী হতে বাসে করে আসছিলেন। খবর পেয়ে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল কালিয়াকেরের বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদাকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।