গাজীপুর : গাজীপুর থেকে ককটেল, পেট্টোলবোমা, চাপাতি, জিহাদি বই ও পতাকাসহ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বনগ্রাম কুচপাড়ার শালবন জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের পুলিশ সুপার মোহম্মদ হারুন-অর-রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদরের কাউসিলপাড়ার আব্দুল কাসেমের ছেলে তানভিরুল হক সজল (২৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাতুটা গ্রামের সিরাজ মিয়ার ছেলে হারুন মিয়া (৩৭), একই এলাকার জঙ্গু মিয়ার ছেলে মো. হোসেন (২৯), মো. রমজান আলীর ছেলে দ্বীন ইসলাম (৩৫) ও আব্দুল হেকিমের ছেলে আ: হান্নান (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল, পাঁচটি পেট্টোলবোমা, একটি চাপাতি, দুইটি ছোরা জিহাদি বই ও পতাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোহম্মদ হারুন-অর-রশীদ বলেন, ‘১০-১৫ জন জঙ্গি নাশকতা করার জন্য বনগ্রাম কুচপাড়ার শালবন জঙ্গলে মিটিং করছিল। পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে’