নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় রোববার রাতে বিদুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর। নিহতের পরনে সালোয়ার-কামিজ ছিল।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে কোনাবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি ট্রান্সফরমার বিকট শব্দে স্পার্ক করে তার ছিঁড়ে ওই নারীর ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।