মোঃ আমিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার—যেখানে মোটরযান চলাচলের নিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকার কথা—সেখানে এখন নিয়মবহির্ভূতভাবে অটোরিকশার চলাচল গড়ে তুলেছে চরম অরাজকতা। গত কয়েক সপ্তাহ ধরে ফ্লাইওভারের ওপরে অটোরিকশার দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
শনিবার দুপুরে ব্যস্ততম ফ্লাইওভারটিতে দেখা যায়, এক অটোরিকশা চালক নিষিদ্ধ এলাকায় বেপরোয়া গতিতে যান চালিয়ে যাচ্ছেন। তার পেছনে আটকে যায় অন্য মোটরযান, সৃষ্টি হয় দীর্ঘ লাইন। পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা প্রতিদিনের ঘটনা। কেউ কিছু বলে না, আর অটোরিকশাওয়ালারাও কিছু শোনে না।”
অটোচালকদের প্রশিক্ষণের অভাব—নিয়ম না মানাকেই নিয়ম বানিয়েছে
গাজীপুর মহানগরে অটোরিকশা চালকদের বড় একটি অংশ কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় নামেন। সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন কিংবা ফ্লাইওভার ব্যবহারের ন্যূনতম ধারণাও অনেকের নেই।
সূত্রের তথ্য অনুযায়ী—
-
অধিকাংশ চালকেরই লাইসেন্স নেই,
-
অনেক অটোরিকশার ফিটনেস মেয়াদোত্তীর্ণ,
-
যেখানে জায়গা পায়—সেখানেই দাঁড়ানো, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো—এটাই তাদের অভ্যাস।
ফলে শহরে প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। আর এই বিশৃঙ্খলার ভুক্তভোগী সাধারণ মানুষ।
জ্যাম ও দুর্ঘটনার মূল উৎস—অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল
সকাল-সন্ধ্যা অফিসগামী, শ্রমজীবী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গাজীপুর চৌরাস্তাসহ আশপাশের এলাকায় যানজটের বড় একটি কারণ এখন অটোরিকশা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন,
“অটোরিকশা পুরো শহরকে জিম্মি করে রেখেছে। ট্রাফিক পুলিশ দেখেও না দেখার ভান করছে।”
প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ
ফ্লাইওভারের ওপর অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও তা রোধে সাম্প্রতিক সময়ে কোনো উল্লেখযোগ্য অভিযান নেই—এমন অভিযোগ স্থানীয়দের।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
“অভিযান চালানো হয়, কিন্তু চালকরা আবার ফিরে আসে। স্থায়ী ব্যবস্থা ছাড়া এই সমস্যা কমবে না।”
নগরবাসীদের দাবি
গাজীপুরবাসীরা জরুরি ভিত্তিতে যেসব দাবি তুলেছেন—
✔ ফ্লাইওভার ও হাইওয়ে থেকে অটোরিকশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা
✔ অটোরিকশা চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ ও নিবন্ধন
✔ লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন অটোরিকশা জব্দ
✔ সুনির্দিষ্ট অটোস্ট্যান্ড তৈরি
✔ ট্রাফিক পুলিশের নিয়মিত নজরদারি বৃদ্ধি
সবার প্রশ্ন—গাজীপুর কি অটো নির্ভর শহর হয়ে যাচ্ছে?
শহরের প্রধান সড়ক, অলিগলি, এমনকি ফ্লাইওভার—সবখানেই অটোরিকশার আধিপত্য। কিন্তু এদের বড় অংশই কোনো নিরাপত্তা মানদণ্ডের আওতায় নেই। তাই অনেকেই আশঙ্কা করছেন—এভাবে চলতে থাকলে গাজীপুরে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা সড়ক বিপর্যয় ঘটতে পারে।


