
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের দাবি, আটক দুই জেএমবি সদস্য গত ৩১ মে ঢাকার শিল্পাঞ্চল থানা এলাকা থেকে পলাতক হন।
শুক্রবার সকালে জেএমবির এ দুই সদস্যকে আটকের তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।’ তবে তাৎক্ষণিকভাবে তিনি আটককৃতদের পরিচয় জানাতে পারেননি।