গাজীপুর ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ হোমিওপ্যাথিক?

মোঃ আমিরুল ইসলাম, গাজীপুর: ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর—বাংলাদেশের শিল্পাঞ্চল। দেশের ৬৪ জেলার মানুষ এখানে বসবাস করছে, দিন দিন জনসংখ্যা বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ধনী শ্রেণি দেশ-বিদেশের হাসপাতালে চিকিৎসা নিলেও, নিম্ন আয়ের মানুষরা ভরসা রাখছে সরকারি হাসপাতাল এবং হোমিওপ্যাথিক চিকিৎসার উপর।

কিন্তু সরজমিনে অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ভুয়া যোগ্যতা, ভুয়া ডাক্তারি

গাজীপুর সদর উপজেলার বাসন সড়ক এলাকায় একাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়—ডাক্তারি ডিগ্রি না থাকা সত্ত্বেও অনেকেই নামের পাশে “ডাঃ” লিখে সাইনবোর্ড ঝুলিয়ে বসে আছেন। কেউ সবে মাত্র ডিপ্লোমার চলমান শিক্ষার্থী, কেউ আবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
তাদের একজন বলেন—
আইনের তোয়াক্কা নেই
২০২৩ সালের হোমিওপ্যাথিক আইন অনুযায়ী—
সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ডিপ্লোমা সম্পন্ন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন ও সংশ্লিষ্ট সিটি/উপজেলার অনুমোদন সনদ থাকতে হবে।

কিন্তু বাসন এলাকায় অনেকেই এসব শর্ত মানছেন না।
গাজীপুর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য সনদ কিংবা ড্রাগ লাইসেন্স—এসব কিছুই নেই বেশিরভাগ চিকিৎসকের কাছে। প্রশ্ন করলে তারা স্বীকার করেন—

আমরা এসব কাগজপত্র করিনি, চিকিৎসা দিতে এগুলো লাগে না।”

জনগণের ঝুঁকি

অদক্ষ চিকিৎসকের হাতে চিকিৎসা সেবা নেওয়া মানে অনেকটা অদক্ষ চালকের হাতে বিমানের চাবি তুলে দেওয়ার মতো। এতে সরাসরি রোগীরা পড়ছেন বিপদের মুখে।

সরজমিনে চিহ্নিত প্রতিষ্ঠান

শরিফ হোমিও মেডিকেল হল — ডাঃ শরীফ হোসেন মাহমুদ

মাহমুদুল হোমিও মেডিকেল হল — ডাঃ মাহমুদুল হাসান

জান্নাত হোমিও হল — ডাঃ জহির রায়হান

নাইম হোমিও হল — ডাঃ মাসুম

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

গাজীপুর জেলা সিভিল সার্জন, জেলা ঔষধ প্রশাসন এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক রেজিস্ট্রারের কর্মকর্তারা জানিয়েছেন—সরকারি অনুমোদন ছাড়া কোনো চিকিৎসা কার্যক্রম আইনসিদ্ধ নয়। অনুসন্ধান টিমের কাছে আরও তথ্য এসেছে, গাজীপুরেই গড়ে উঠেছে ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসক তৈরির একাধিক কারখানা।

 

বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন – (১পব)