নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের হল রুমে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেনের সঞ্চালনায় গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার কাজী মো. আতিকুল ইসলাম, সিটি করপোরেশনের স্যানিটেশন ইন্সপেক্টর মমতাজ বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডা. কাজী মো. আতিকুল ইসলাম জানান, আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের দুইটি জোনে ২৫টি ওয়ার্ডে ৯৫ হাজার ৭১২টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।