গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মান্নান ফের বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে দুদকের দায়ের করা এক মামলায় আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ফের সাময়িকভাবে বরখাস্ত করেছে।|

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। একই প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র অধ্যাপক এম এ মান্নান দায়িত্ব পালনকালে সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের আয়সমূহ কোনো ব্যাংক হিসাবে না রেখে নিয়মবহির্ভূতভাবে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার কাছে রাখেন। তারা পরস্পর যোগসাজশে ৯৯৯টি ভূয়া ভাউচার সৃজন করে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। এ মর্মে দুর্নীতি দমন কমিশন (দুদক) জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

এই মামলায় গত ১২ জানুয়ারি গাজীপুরের বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ১৮ জানুয়ারি অভিযোগপত্র আদালতে গৃহিত হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মেয়র অধ্যাপক এম এ মান্নান ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ নিয়ে অধ্যাপক এম এ মান্নানকে তৃতীয়বার বরখাস্ত করা হলো। এর আগে ২৮ মাস বরখাস্ত থাকার পর আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে গত ১৮ জুলাই মেয়রের চেয়ারে বসেন অধ্যাপক এম এ মান্নান।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সকালে সিটি করপোরেশনের মাসিক সভা শুরু হয়। সভায় কোরাম সংকট থাকায় মেয়র মান্নান সভা মুলতবি করেন এবং পরে নগরভবন ত্যাগ করেন।

প্রসঙ্গত, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মান্নানকে ঢাকায় বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। বর্তমানে সবকটি মামলায় তিনি জামিনে আছেন।