মোঃ আমিরুল ইসলাম | ঢাকা–গাজীপুর, ৩১ ডিসেম্বর: ঢাকা-গাজীপুর মহাসড়ক—দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবেশদ্বার—এখন যেন এক উন্মুক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে চৌরাস্তা থেকে টঙ্গী ও চন্দ্রাগামী অংশজুড়ে মাইলের পর মাইল পচা ময়লার স্তূপ জনজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন চিত্র
মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমে থাকা ময়লার স্তূপের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় ময়লার সঙ্গে মিশে থাকা বিষাক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় রাস্তা পিচ্ছিল হয়ে উঠছে, বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের দাবি, প্রায় প্রতিদিনই এখানে যানবাহনের ধাক্কাধাক্কি বা পড়ে যাওয়ার ঘটনা ঘটছে।
ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম বিপাকে
মহাসড়ক সংলগ্ন ব্যবসায়ীরা জানান, নিয়মিত কর ও লাইসেন্স ফি পরিশোধ করলেও দোকানের সামনে জমে থাকা ময়লার কারণে ক্রেতারা আসতে চাচ্ছেন না। এক ভুক্তভোগী ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সিটি কর্পোরেশন টাকা নেয়, কিন্তু সেবার নামে দেয় দুর্গন্ধ আর ময়লার স্তূপ। এখানে ১০ মিনিট দাঁড়ানোই অসম্ভব।”
পথচারীরাও প্রতিদিনের দুর্ভোগের কথা তুলে ধরছেন। এক স্কুল শিক্ষক বলেন,
“শিশুদের নিয়ে এই রাস্তায় চলাফেরা করা এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকি সহ্য করা দুঃসাধ্য হয়ে গেছে।”
প্রশাসনের উদাসীনতা
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, পর্যাপ্ত ডাম্পিং স্টেশন না থাকায় তারা বাধ্য হয়ে মহাসড়কের পাশেই ময়লা ফেলছেন। তবে নগর ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, এটি কেবল জায়গার সংকট নয়—বরং চরম অব্যবস্থাপনা, দুর্বল তদারকি ও পরিকল্পনার অভাবই প্রকৃত কারণ। এ খাতে বরাদ্দকৃত কোটি কোটি টাকার ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।
বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
চিকিৎসকদের মতে, খোলা জায়গায় ময়লা স্তূপ করে রাখলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা শ্বাসকষ্ট, চর্মরোগ ও সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
সমন্বয়হীনতায় সংকট আরও গভীর
মহাসড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের হলেও ময়লা অপসারণের দায়িত্ব গাজীপুর সিটি কর্পোরেশনের। কিন্তু এই দুই সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব স্পষ্ট। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমের প্রশ্নের কোনো সদুত্তর দেননি।
জনমতের চাপ
সাধারণ মানুষের দাবি, বড় কোনো দুর্ঘটনা বা স্বাস্থ্য বিপর্যয় ঘটার আগেই প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে ঢাকা-গাজীপুর মহাসড়ক শুধু যানজট নয়, মানুষের জীবন ও নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হবে।


