
এইচ এম আমানঃ– রাজধানীর দক্ষিণখান থানাধীন আব্দুল্লাহপুর হইতে মৈনারটেক হাইওয়ে রাস্তা সংলগ্ন এপি এস গার্মেন্স এর সামনে রাস্তা বন্ধ করে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নেমে আসছে। সুত্রে যানা যায় – গত ১৬/০৯/১৭ ইং এপি এস গার্মেন্টস এর জি এম মনির হোসেন তার পকেট বানিজ্যের জন্য উক্ত গার্মেন্টসে কর্মরত প্রায় ২০০০ শ্রমিকের মধ্যে কাজ বন্টণ করে না দিয়ে বাহির থেকে সাব কন্ট্রাকে (১৫০) জন লোক নিয়ে তাদের গার্মেন্সের সকল কাজ পরিচালনা করতেছেন। এতে ১৮/৯/১৭ উং শ্রমিকরা তাদের পূনরায় কাজের দাবিতে এপি এস গার্মেন্সের সামনের রাস্তাটি ২ঘন্টা যাবৎ বন্ধ করে রেখে আন্দোলনে নেমে আসছে। সরজমিনে জানা যায়- অদ্য-১৮/০৯/১৭ইং রোজ সোমবার এপি এস গার্মেন্টেসের জি এম মনির হোসেন তার বাহিরাগত শ্রমিকদের সকাল বেলা গামেন্টেসের ভিতর প্রবেশ করিয়ে তাদের দিয়ে কাজ আরম্ব করেন। তাই এই গার্মেনেস্র পুরানো শ্রমিক যারা বর্তমান বেতন ভুক্ত কর্মচারীদেরকে ভিতর প্রবেশ করতে না দিয়ে মেইন গেইট বন্ধ করে রাখে। এবং বাহিরে একটি ব্যানার জোলানো রয়েছে যাতে লেখা আছে অদ্য ১৮/০৯/১৭ ইং রোজ সোমবার থেকে গার্মেন্সের বন্ধ করা হইছে, যার কোন নিদিষ্ট কোন সময়সিমা নেই। অনিদিষ্ট সময়ের জন্য। তা দেখে আন্দোলন কারী শ্রমিকরা বলেন আমাদের কোম্পানির জি এম মনিরহোসেন বাহির থেকে ১৫০জন লোক নিয়ে আসে তাদের সাথে সাব কন্ট্রাকে কাজ করাচ্ছেন অথচ আমাদের কোন কাজ করতে দিচ্ছেন না। কারণ জানতে চাইলে তারা বলেন বর্তমানে আমাদের গার্মেন্টেসে কাজ একটু বেশী অর্ডার হয়েছে তাই তিনি পারতেন আমরা যারা মাসিক বেতনভূক্ত শ্রমিক আছি, তাদেরকে সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিউটি করিয়ে ছেড়ে না দিয়ে আমাদের দিয়ে প্রতিদিন ২ এক ঘন্টা করে ভাড়তি কাজ করাতেন পারতেন বা আমাদের একটু ওভারটাইম করাতে পারতেন। কিন্তু তিনি তা না করে তার পকেট বাণিজ্যের জন্য বাহির থেকে লোক এনে কাজ কারাচ্ছেন। তারা আরো অভিযোগ তুলে বলেন আমরা যারা এই ফ্যক্সরীর বিভিন্ন অপারেটর আছি প্রায় সময় বাহির থেকে লোক এনে আমাদেরকে তাদের হেলপারী করায়। যাহা এই গার্মেন্টসে অতিতে কখনো ছিলোনা। শুধু মনির হোসেন জি এম যখন থাকেন তখনই হট্রোগোল হয়। শ্রমিকরা আরো বলেন এই জি এম যখনই আসে কারখানাতে কাজের চাপ একটু বেশি হয় তখনই তিনি একটা না একটা ঘটনা ঘটিয়ে বসেন।আর শ্রমীকদের পক্ষনিয়ে যদি কোন শ্রমিক কোন কথা বলে তাহলে জি এম এর ভারাটিয়া গুন্ডা বাহিনীর অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে গার্মেন্স থেতে বাহির করে দেন। এর আগে যাদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে বের করে করেছেন তাদের মধ্যে কয়ক জনের নাম বলেন রাস্তা বন্ধকারী শ্রমিকরা ১। রাসেল ২। মনির ৩। সাইফুল ৪। বিউটি ৫। পারভিন ৬। রাকিব ৭। কবির এ ছাড়া আরো অনেকই অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে কাজ ছারতে বাধ্য করেছেন। এই জি এম এর কারনে এর আগেও তিন বার শ্রমিকরা আন্দোলন নেমেছিল এপি এস গার্মেন্সের চেয়ারম্যান এর প্রতি শ্রমিকদের কোন অভিযোগ নেই। শুধু জি এম মনির সব নস্টের মূল বলে দ্বারা নিরিহ শ্রমিকদের। এখানে আইন শৃক্ষ্যলা বাহিনীর দক্ষিণখান থানার অফিসার ইনর্চাজ তপন চন্দ্র সাহা এসি মিজানুর রহমান ও ওসি অপারেশন মনিরুজ্জামানসহ দক্ষিণথানার অনেক পুলিশবাহিনীর সদস্যরা মিলে অনেক কষ্টের পর নীরিহ শ্রমীকদের এই আন্দোলন নিয়ন্ত্রনে আনেন ।এই বিষয়ে দক্ষিন খান থানার অফিসার ইনর্চাজ তপন চন্দ্র সাহা বলেন আমি আমার থানাধীন কোন এলকাতে এ রকম কোন ঘটনা হবে বলে আশা বাধী নই।