নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালের আওতাধীন গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আগামী ২০ সেপ্টেম্বর থেকে।
শুধুমাত্র নারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে এবং ১৯ অক্টোবর ২০১৬ বুধবার দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।