
নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তারকৃতরা হলেন-দিলু মিয়া (২৬), আব্দুল খালেক (৩২), ফাহিম আহমেদ (২৮), হাবিবুর রহমান (৩২), সফিউর রহমান ওরফে লিটন ওরফে লিটু, আতিকুর রহমান (৩৩), মোখলেছ মোল্লা (৩৫) ও মো. মামুন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান খান জানান, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়িচোর চক্রের আট জনকে গ্রেপ্তার করা হয়।
কাইয়ুমুজ্জামান খান আরো বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা গাড়িচোর চক্রের সদস্য। তারা চোরাই গাড়িতে মাদক পরিবহন করে। তাদের প্রত্যেকের নামে মাদক, অপহরণ, গাড়ি চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।