
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার সময় পুলিশ, আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আদালতমুখী খালেদা জিয়ার গাড়িবহরকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার, সাতরাস্তার মোড়, নিউ ইস্কাটন এবং কাকরাইল পয়েন্টে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
দুপুর সোয়া ১টায় কাকরাইল এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। প্রধান বিচারপতির বাসভবনের সামনে একটি মোটরসাইকেলের সামনে আগুন দেওয়া হয়েছে। পুলিশকে লক্ষ্য কের নেতা-কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে বিষয়টি জানা গেছে।