
আন্তর্জাতিক ডেস্কঃ গাড়িবোমা হামলার ঘটনায় আফগানিস্তানের রাজধানী কাবুলে তিন নিরাপত্তা কর্মী নিহত ও অন্তত আরো আহত হয়েছে ১২ জন। দেশটির কর্মকর্তা জানিয়েছেন এই হামলার দায় তালেবান গ্রহণ করেছে। রয়টার্স তাদের এক প্রতিবেদনে এক তথ্য জানায়।
গত বছর যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনা শুরুর পর থেকেই দেশটিতে কোনো হামলার দায় নিতে দেখা যায়নি তালেবানকে। যদিও সাম্প্রতিক সময়ে দেশটিতে হামলার ঘটনা অনেক বেড়ে গেছে।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ ওই হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কাবুলের পাঘমান জেলায় ওই হামলার ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর ৪৫ সদস্য নিহত বা আহত হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে ক্রমাগত বিমান হামলার ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে সতর্কও করা হয়েছে। তালেবান এবং যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি লঙ্ঘন করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ওই চুক্তি অনুযায়ী, শান্তি নিশ্চিতের ক্ষেত্রে আগামী ১ মে’র মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের তৎপরতা কমে গেছে। এর মধ্যেই রোববার হামলার ঘটনা ঘটল। নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার করে না নিলে ক্রমাগত হামলার ঘটনা ঘটবে বলে হুমকি দিয়েছে তালেবান।