গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন স্ত্রীসহ ভারতীয় রেসার

ক্রীড়া ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় কার রেসার অশ্বিন সুন্দর ও তার স্ত্রী নিবেদিতা।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদের বিএমডব্লিউ গাড়ি চেন্নাইয়ের সানথোম মহাসড়কে একটি গাছে সজোরে ধাক্কা মারে। গাড়িতে আগুন লেগে ঘটনাস্থলেই পুড়ে মারা যান দুজন।

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর পর গাড়ির ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রথমে মৃতদেহ দুটি চিনতে পারেনি পুলিশ। পরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে চিহ্নিত করা হয় তাদের। এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন তারা। ফেরার পথে এই দুর্ঘটনা।

২৭ বছর বয়সি অশ্বিন ২০১২ ও ২০১৩ সালে এলজিবি এফ-৪ ক্যাটাগরিতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। অশ্বিনের স্ত্রী ২৬ বছর বয়সি নিবেদিতা একটি বেসরকারি মেডিকেলের ডাক্তার ছিলেন।