নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মধ্য আমেরিকার দেশ গায়ানার কূটনৈতিক সম্পর্ক।
এরই মধ্যে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দীন গায়ানার প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় গায়ানার প্রেসিডেন্ট ডেভিড গার্নার তাকে স্বাগত জানান।
তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্ক তৈরি হবে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে ওয়াশিংটন দূতাবাসের বরাত দিয়ে দেশের একটি অনলাইন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, জিয়াউদ্দীন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে গায়ানার প্রেসিডেন্টকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি ডেভিড গার্নারকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।
এ সময় তিনি ডেভিড গার্নারের প্রতি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি যাচাই করতে ঢাকায় একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব করেন।
খবরে বলা হয়েছে, জিয়াউদ্দীন জানিয়েছেন দুদেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই নতুন এই কূটনৈতিক সম্পর্ক শুরু করা।
জিয়াউদ্দীন ওয়াশিংটনে দায়িত্ব পালনের পাশপাশি গায়ানায় অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন।
এদিকে গায়ানার সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় বাণিজ্য সর্ম্পক না থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ এবং গায়ানার যুব ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নসহ দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা রয়েছে। গত বছরের এপ্রিলে দিল্লিতে নিযুক্ত (বাংলাদেশের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) গায়ানার হাইকমিশনার এইচ ই জয়রাম আর গুজরাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের মধ্যে এ বিষয়ে আলোচনার সূত্রপাত হয়।
আশা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক শুরু হওয়ার ফলে এখন থেকে মধ্য আমেরিকার দেশটির সঙ্গে সব ধরনের সর্ম্পক আরো গভীর হবে।