ডুডল দিয়ে বাংলা নবর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল। গুগলের হোমপেজে নতুন বছর ১৪২৮ উপলক্ষ্যে এ বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে।
বিশেষ এই ডুডলে বাংলা নববর্ষের ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ ‘মুখোশ’ এর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১২টার পর থেকে গুগলের হোম পেজে এই ডুডলটি দেখা যাচ্ছে।
এতে দেখা যাচ্ছে- বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তুলে কেউ একজন পহেলা বৈশাখের বিশেষ মুখোশে রঙ বসাচ্ছেন; পাশেই পড়ে রয়েছে রঙের কৌটা আর ব্রাশ। এতে ক্লিক করলেই পাওয়া যাবে পহেলা বৈশাখের বিভিন্ন তথ্য ও ছবি।
’GOOGLE’ এর ওপর কার্সর রাখলে প্রদর্শিত হচ্ছে ‘pohela boishakh’ লেখাটি।
গুগলের দেখানো ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে।