
ফাতেমা তুজ্জ জহুরাঃ অবশেষে জামিন পেলেন পরীমনি। ১৯ দিন কারানিবাস শেষে জামিনে মুক্ত হলেন পরীমনি। পঞ্চাশ হাজার টাকার মুসলেকায় পরীমনির আইনজীবি মুজিবুর রহমান পরীমনিকে জামিনে মুক্ত করেন। অনেক নাটকিয়তার পর পরীমনি এখন নিজ গৃহে অবস্থান করবেন বলে জানিয়েছেন একটি সূত্র। পরীমনির নাটকিয়তা চলচিত্র সিনেমা কে ও হার মানিয়েছে উদ্বধ কিছু কথাবার্তা বিভিন্ন সময়ে গনমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ঘুরে বেড়াচ্ছে। আসল সত্যি ঘটনাটি উন্মচিত হওয়া সময়ের অপেক্ষা মাত্র। আসল সত্যিকার অর্থে দায়ী কে? আমি ছোট বেলায় বাবার সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম সিনেমা হলে তাও অনেক বছর আগের একটি ঘটনা প্রায় ১৯৮৭ সালে আফতাব খান টুলু পরিচালিত বাংলা ছায়াছবি দায়ী কে? সিনেমাটির কথা আজ মনে পরে গেলো। প্রায়ত এটি. এম. শামসুজ্জামান এই ছবিটিতে বিরল ভুমিকার অধিকারী ছিলেন। আসলেই সত্যিকার অর্থে এই বাংলা ছায়াছবি একটি ম্যাসেজ দিয়েছিল দায়ী কে? তবে পাঠকের উদ্দেশ্যে আমার বলা ইন্টারনেট এ সার্চ করলেই দায়ী কে বাংলা ছায়াছবিটি পাবেন। দয়া করে দেখে নিবেন প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে। এখন আসি মূল কথায় আমরা সংবাদটি মূল প্রতিবেদন করেছি গুড গার্ল পরীমনি এ কথাটি অনেকের মনে সন্দেহের বীজ বপন করতে পারে। পরীমনি চলচিত্রে অভিনয়ের পাশাপাশি মামলায় জড়িয়ে অনেক অভিনয় করেছে। হয়তো বা আপনারা একটু ভাবলেই সত্যিটা খুজে পাবেন। গুড গার্ল পরীমনি এখন মুক্ত, জেলহাযতের বাইরে। তার মামলায় মোকাদমায় জল অনেকটা গড়িয়েছে। তবে আপনারা ভাবতে থাকুন।