নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান ১ নম্বরে একটি ইলেকট্রনিকস পণ্যের শোরুমে কয়েকজন তরুণের জোর করে ঢোকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ভবনের ভেতরে প্রবেশ করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবউদ্দিন কোরেশি বলেছেন, এটি চুরির ঘটনা। ভবনের পঞ্চম তলায় চুরির ঘটনা ঘটে। দ্বিতীয় তলা দিয়ে চোররা পালিয়ে যায়। সেখানে ২টা ব্যাগ ও ১টি মোবাইল ফোন পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে গুলশান ১ নম্বরে উদয় টাওয়ারে অবস্থিত একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে কয়েকজন তরুণের জোর করে ঢোকার খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে পুলিশ। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের গাড়ি।
এর আগে র্যাবের উপ-অধিনায়ক মেজর মির্জা আজম জানান, তাদের ধারণা, যারা ভেতরে ঢুকেছে তারা চোর কিংবা ডাকাত দলের সদস্য। এর সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই।
এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতি ও তরুণদের জোর করে ভবনে ঢোকার খবরে আতঙ্ক তৈরি হয় আশপাশের বিভিন্ন ভবনের অফিস ও দোকানকর্মীদের মধ্যে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে বিঘ্নিত হয় যানবাহন চলাচল।